স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা কুষ্টিয়া জেলার খোকশা উপজেলার গারুলপাড়া থেকে একটি ট্রাকসহ ভারতীয় কাপড় জব্দ করেছেন। এসব কাপড়ের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা।
বিজিবি জানায়, গতকাল সোমবার ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গাস্থ-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত থেকে ছেড়ে আসা একটি ট্রাক জীবননগর থেকে ধাওয়া করে ঝিনাইদহ, নড়াইল, মাগুরা, ফরিদপুর দৌলদিয়া ফেরিঘাট ও রাজবাড়ির বিভিন্ন হাইওয়ে এবং অভ্যন্তরীণ রাস্তা দিয়ে ধাওয়া করে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার গারুলপাড়া গ্রাম থেকে ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস এবং থান কাপড় পাওয়া যায়। ৭ হাজার ৭২২টি শাড়ি, ৪০৮টি ভারতীয় থ্রি-পিচ, ১১ হাজার ৭০০ মিটার ভারতীয় থান কাপড় জব্দ করা হয়।
বিজিবি সূত্র আরও জানায়, ট্রাক ধাওয়া করার সময় রাজবাড়ী পাংশা থানা হাইওয়েতে বিজিবিকে ধোকা দেয়ার জন্য ফিল্মি কায়দায় টাকার বান্ডিল রাস্তায় ছড়িয়ে দেয়। এ সময় স্থানীয়রা টাকা কুড়ানোর জন্য রাস্তা বন্ধ ফেলে। পরে স্থানীয়দের সহযোগিতায় কুষ্টিয়ার খোকসা থানাধীন গারুলপাড়া গ্রাম থেকে ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।