চুয়াডাঙ্গায় খাদ্যে রাসায়নিক দ্রব্য ও ভেজাল মিশ্রণ নিরোধ অভিযান কার্যক্রমের উদ্বোধন

 

নিরোধ অভিযান সফল করা প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় খাদ্যদ্রব্য ও ফলমূলে ফরমালিনসহ বিভিন্ন রাসায়নিক পদার্থ ও ভেজাল মিশ্রণকারীদের বিরুদ্ধে নিবিড় কার্যক্রম পরিচালনার লক্ষ্যে খাদ্যে রাসায়নিক ও ভেজাল মিশ্রণ নিরোধ অভিযানের উদ্ধোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১২টার দিকে শহীদ হাসান চত্বরের পৌরমঞ্চে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনজুমান আরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্ত্যব রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. ছালেহ উদ্দিন, সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা বজলুর রশীদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা চেম্বারের সভাপতি ইয়াকুব হোসেন মালিক, দোকানমালিক সমিতির সভাপতি জগলু, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার, তহিবুর রহমান জোয়ার্দ্দার, ফলব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল করিম মুন্সি। অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলাওয়াত করেন দর্শনা চেম্বার অব কর্মাসের পরিচালক হারুন-অর রশিদ ও গীতা পাঠ করেন অকুল চৈন্ত্যদাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী কমিশনার সৈয়দা নাফিজা সুলতানা।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন বলেন, খাদ্যে রাসায়নিক দ্রব্য ও ভেজাল মিশ্রণ নিরোধ অভিযান সফল করা প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। এ ব্যাপারে ব্যবসায়ীসহ সচেতন সকল মানুষের সহযোগিতা কামনা করছি। অনুষ্ঠান শেষে বড়বাজারে বেশ কয়েকটি ফলের দোকানে অভিযান চালানো হয়।