নেইমারের হ্যাটট্রিক ও মেসির জোড়া গোলে বার্সার জয়

 

মাথাভাঙ্গা মনিটর: লিওনেল মেসি ও নেইমার ছন্দে থাকলে বিপক্ষ দলের কী হাল হতে পারে তা আরও একবার দেখল ফুটবল বিশ্ব। গতকাল শনিবার লা লিগায় বিধ্বংসী ফর্মে দেখা গেল নেইমার, মেসিকে। হ্যাটট্রিক করলেন নেইমার। আর জোড়া গোল করলেন মেসি। তার ফলসরুপ গ্রানাডাকে ৬-০ গোলে হারিয়ে দিলো বার্সা। পাশাপাশি নতুন রূপে পাওয়া গেল মেসিকে। ৪০০ গোলের রেকর্ডও ভেঙে নতুন উচ্চতায় উঠে গেলেন এ মহাতারকা। গতকাল শনিবার খেলার শুরু থেকেই আক্রমণে ঝড় তোলেন নেইমার-মেসিরা। বিরতির পরে নিজের হ্যাটট্রিক পূরণ করেন নেইমার। পাশাপাশি দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন মেসি। একইসাথে ৪০০ গোলের রেকর্ডও ভেঙে দিলেন আর্জেন্টিনার মহাতারকা। তিনি ৪০১ গোল করলেন এদিন। নেইমার-মেসিদের দাপটে পরবর্তী পর্বে মাথা তুলে দাঁড়াতেই পারেনি গ্রানাডা।

Leave a comment