বার্বাডোজকে হারিয়ে সেমিফাইনালে হোবার্ট

মাথাভাঙ্গা মনিটর: বার্বাডোজ ট্রাইডেন্টসকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে হোবার্ট হারিকেন্স। অস্ট্রেলিয়ার দলটির ৬ উইকেটের জয়ের নায়ক হ্যাভিয়ের ডোহার্টি। ৪ ম্যাচে তিন জয়ে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে হারিকেন্স। ‘বি’ গ্রুপের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করা কিংস ইলেভেন পাঞ্জাবেরও পয়েন্ট ১২। তবে ভারতের দলটি ম্যাচ একটি কম খেলেছে। গতকাল রোববার মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দুই বল বাকি থাকতে ১১৩ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের দল বার্বাডোজ। সর্বোচ্চ ৪২ রান করেন জোনাথন কার্টার। এছাড়া ১৮ রান করেন দিলশান মুনাবিরা। ২৭ রানে ৪ উইকেট নিয়ে হারিকেন্সের সেরা বোলার ডোহার্টি।
জবাবে ১৮ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় হারিকেন্স। ৭১ রানে চার উইকেট হারালেও অস্ট্রেলিয়ার দলটিকে সহজ জয় এনে দেয়ার কৃতিত্ব শোয়েব মালিক ও জোনাথান ওয়েলসের। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে ৪৬ রানের জুটি গড়েন এ দুজনে। ৩৯ রানে অপরাজিত থাকেন শোয়েব। আর ওয়েলস অপরাজিত থাকেন ২৩ রানে।