ঝিনাইদহে ১২ কিলোমিটার সড়কে তাল গাছের বীজ রোপন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ৩টি ইউনিয়নের ৩টি সড়কে তাল গাছের বীজ রোপণ করা হয়েছে। মহারাজপুর, নলডাঙ্গা ও ফুরসন্ধি ইউনিয়নের ১২ কিলোমিটার সড়কের ধার দিয়ে এ বীজ রোপণ করা হয়। গতকাল শনিবার সকাল ৯টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কৃষ্ণপুর ত্রিমহনি থেকে বিষয়খালী বাজার পর্যন্ত ৫ কিলোমিটার, নলডাঙ্গা ইউনিয়নের গড়িয়ালা স্কুল থেকে ১ কিলোমিটার পর্যন্ত ও ফুরসন্ধি ইউনিয়নের ধনঞ্জয়পুর বাজার থেকে মুক্তারামপুর ত্রিমহনি পর্যন্ত ৬ কিলোমিটার সড়কের দু-ধার দিয়ে তালের বীজ রোপণ করা হয়। প্রতি ১৫ থেকে ২০ ফুট দূরত্বে প্রতিটি বীজ রেপন করা হয়।

জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ তাল বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক পত্নী রফিকা ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন, উপজেলা কৃষি অফিসার ড. খান মোহাম্মদ মনিরুজ্জামান, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আবু বকর, সচিব কাজী আবুবীন সাফায়েত, আব্দুর রশীদ ঝন্টু মেম্বর, ফুরসন্দি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সিকদার, সচিব আবুল কাশেম, প্যানেল চেয়ারম্যান গোলাম কবির, আবুল হোসেন মোল্লা, গোলাম রহমান সর্দ্দার, সুবিদুর রহমান বিশ্বাস, প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, সুপার আব্দুল মতিনসহ এলাকার জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।