চুয়াডাঙ্গা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ১০১ শিশু হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মাত্র দু দিনের ব্যবধানে দু গুণ শিশু চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। কয়েকদিন ধরে নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়ায় শিশুরা আক্রান্ত হচ্ছে। গতকাল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিউমোনিয়া আক্রান্ত আরো ৪৬ জন শিশু ভর্তি হয়েছে। এ দিয়ে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা দাঁড়ালো ১০১ জনে। গরমের কারণে ঘেমে পরবর্তীতে ঘাম গায়ে বসে যাওয়ার কারণেই সাধারণত শিশুরা এ রোগে আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন। তিনি আরো বলেন, নিউমোনিয়ায় সাধারণত শিশুরা শীতকালে আক্রান্ত হয়ে থাকে। তবে আবহাওয়া পরিবর্তন ও অভিভাবকদের অসচেতনতার কারণে এমনটি হয়ে থাকে। দু থেকে সাত মাস বয়সী শিশুরাই এ রোগে বেশি আক্রান্ত হচ্ছে।