জীবননগরে দু ছিনতাইকারী গ্রেফতার

জীবননগর ব্যুরো: জীবননগরে দু ছিনতাইকারী এনামুল হক মদু (৩৪) ও জাহিদুল ইসলামকে (২০) গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার দত্তনগর-সুটিয়া সড়কে মোবাইল ছিনতাইকালে এলাকাবাসীর হাতে আটক হয় এ দু ছিনতাইকারী। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ আটক দু ছিনতাইকারীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্র জানায়, উপজেলার বদ্দিনাথপুর গ্রামের নিয়ামত মল্লিকের ছেলে মাইক্রোবাস ড্রাইভার এনামুল হক ওরফে মদু ও একই গ্রামের মালেক মণ্ডলের ছেলে জীবননগর ডিগ্রি কলেজের ছাত্র জাহিদুল ইসলাম ওরফে জাহিদ গতকাল রাত ১০টার দিকে উপজেলার দত্তনগর-সুটিয়া সড়কে মোবাইল ছিনতাই করছিলো। এ সময় স্থানীয় জনতা তাদেরকে ধাওয়া করলে আটক হয় দু ছিনতাইকারী মদু ও জাহিদ। পরে স্থানীয়রা জীবননগর থানা পুলিশকে খবর দিলে এসআই সুব্রত সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে গ্রেফতার করে। তাদের নিকট থেকে দুটি ছিনতাইকৃত মোবাইলফোন পাওয়া যায়। আজ রোববার গ্রেফতারকৃতদের চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হতে পারে বলে থানা সূত্রে জানা গেছে।