চুয়াডাঙ্গায় চার উপজেলায় নতুন ৩০ জন ডাক্তার নিয়োগ : সিভিল সার্জনের সাথে নতুন ডাক্তারদের এখনো পরিচয় হয়নি

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে ৩০ জন মেডিকেল অফিসার ও সহকারী সার্জন নিয়োগ দেয়া হয়েছে। তবে এক মাস পেরিয়ে গেলেও নতুন ডাক্তারদের সাথে সিভিল সার্জনের এখনো কোনো আনুষ্ঠানিক পরিচয় হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমান সরকার স্বাস্থসেবাকে মানুষের দোড়গোড়ায় পৌঁছিয়ে দিতে অতি সম্প্রতি ৩৩তম বিসিএস’র মাধ্যমে ছয় হাজারেরও বেশি এমবিবিএস ডাক্তার নিয়োগ করেন। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলায় ৩০ জন ডাক্তারকে নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গা সদরে ২ জন, আলমডাঙ্গায় ১২ জন, দামুড়হুদায় ১১ জন ও জীবননগর উপজেলায় ৫ জন নিয়োগ লাভ করেন। ৩০ জন ডাক্তার গত ২৭ আগস্ট নিজ কর্মস্থলে যোগদান করেন।

নিয়োগপ্রাপ্তরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার পদে ডা. এহসানুল হক মাসুম ও তিতুদহ ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে সহকারী সার্জন পদে ডা. ফারহানা নার্গিস।

আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার পদে ডা. খাইরুল ইসলাম ও সহকারী সার্জন পদে ডা. এএসএম সাইফুল্লাহ মোর্শেদ, হাটবোয়ালিয়া উপ-স্বাস্থ্যকেন্দ্রে মেডিকেল অফিসার ডা. আরিফুল হক, বড়গাংনী উপ-স্বাস্থ্যকেন্দ্রে মেডিকেল অফিসার পদে ডা. দেলোয়ার হোসেন, মুন্সিগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার পদে ডা. শরিফ উদ্দীন, খাসকররা উপস্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার পদে ডা. এমএম হাসনাত পারভেজ, ভাংবাড়িয়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে সহকারী সার্জন পদে ডা. রিফাত আরা, বাড়াদী ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে সহকারী পদে ডা. শারমিন জোয়ারদার, জেহালা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে সহকারী সার্জন পদে ডা. বুধাদিপ্ত দাশ, বেলগাছি ইউনিয়ন উপস্বাস্থ্য ইউনিয়ন কেন্দ্রে সহকারী সার্জন পদে ডা. সাদিয়া শিরিন, নাগদাহ ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে সহকারী সার্জন পদে ডা. হাসনা হেনা নার্গিস ও কালিদাসপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন ডা. শারমিন আক্তার।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার পদে ডা. অলিভিয়া আক্তার ও মেডিকেল অফিসার ডা. রাহাত ইমাম, সীমান্ত ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে সহকারী সার্জন পদে ডা. শাহিনা আফরিন, জীবননগর উপস্বাস্থ্য কেন্দ্রে সহকারী সার্জন পদে ডা. মাহজাবিন আক্তার ও উথলী ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে সহকারী সার্জন পদে ডা. আব্দুল্লাহ ইউসুফ জামিল যোগদান করেন।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার পদে ডা. সজীব উদ্দীন, মেডিকেল অফিসার ডা. শাকিলা নাজনীন, মেডিকেল অফিসার ডা. হাসিনা ফিরদাউস, মেডিকেল অফিসার ডা. ফারজানা হক ও মেডিকেল অফিসার ডা. সাবিহা শবনম, জুড়ানপুর উপস্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার ডা. নাজমুল হাসান, কুড়ালগাছি উপস্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার ডা. আশরাফুল মাকলুকাত, মেমনগর উপস্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার ডা. নুরুন্নাহার খানম, নতিপোতা উপস্বাস্থ্য কেন্দ্রে ডা. হোসেন আরা নার্গিস, জয়রামপুর উপস্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার ডা. আফজালুর রশিদ ও চন্দ্রবাস উপস্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার ডা. রাকিবুল হাসান কাজল যোগদান করেন ।

জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুজ্জামান নুপুর জানান, উথলী ইউনিয়নে নিয়োগকৃত ডা. আব্দুল্লাহ ইউসুফ জামিল নিজ কর্মস্থলে আছেন এবং অন্যরা উপজেলা কমপ্লেক্সে দায়িত্ব পালন করছেন। তবে আন্দুলবাড়িয়া উপস্বাস্থ্য কেন্দ্রে কোনো ডাক্তার নেই।

আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. জহুরুল ইসলাম জানান, নতুন নিয়োগকৃত ১২ জন ডাক্তার স্বপদে দায়িত্ব পালন করছেন। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফ জানান, একজন ডাক্তার বদলি হয়ে ঢাকা চলে গেছেন। তবে মেহেরপুরের মুজিবনগর থেকে একজন ডাক্তার এসেছেন, তিনি জাহাজপোতা উপস্বাস্থ্য কেন্দ্রে যোগদান করেছেন এবং ইউনানী বিষয়ে একজন মেডিকেল অফিসারও যোগদান করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম জানান, আনুষ্ঠানিকভাবে নতুন ডাক্তারদের সাথে পরিচয় হয়নি। তবে উপজেলায় গেলে কয়েকজনের সাথে দেখা হয়েছে। নিযোগকৃত সকলেই কর্মরত রয়েছেন।

Leave a comment