মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদত্যাগ

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা পৃথিবীরাজ চাভন পদত্যাগ করেছেন। গতকাল শুক্রবার মহারাষ্ট্রের গভর্নর কে শঙ্করায়নের কাছে তিনি নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার জোট থেকে বৃহস্পতিবার ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) সমর্থন তুলে নেয়ার পরদিনই তিনি পদত্যাগ করলেন। এনডিপি মহারাষ্ট্রে কংগ্রেসের সাথে তাদের দেড় দশকের সম্পর্কের ইতি টানে। জোট ভাঙার কারণে রাজ্যটিতে কংগ্রেস সংখ্যালঘু দলে পরিণত হয়। আগামী ১৫ অক্টোবর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। তার আগে পৃথিবীরাজ চাভনের পদত্যাগে বিপর্যয়ে পড়লো কংগ্রেস। এদিকে বৃহস্পতিবার ক্ষমতাসীন বিজেপিও ২৫ বছরের বন্ধু শিব সেনার সঙ্গ ত্যাগ করে। তাই মহারাষ্ট্রের রাজনীতি এখন ইতিহাসের সবচেয়ে জটিল সময় পার করছে।