ঈদ ও পূজাকে সামনে রেখে ঝিনাইদহে বাড়ছে অপরাধ

 

স্টাফ রিপোর্টার: ঈদ ও পূজাকে সামনে রেখে ঝিনাইদহে চুরি, ডাকাতি, ছিনতাই বেড়ে গেছে। কয়েক দিনের মধ্যে জেলা শহর ও আশপাশে কয়েকটি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে শহরের হামদো কাঞ্চনপুর এলাকায় গোপাল চন্দ্র মাস্টারের বাড়িতে একদল ডাকাত হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ডাকাতরা কুপিয়ে আহত করে গৃহস্বামী গোপাল মাস্টার, তার স্ত্রী লক্ষ্মী রানী, ছেলে মিলন ও গোবিন্দকে।

একই দিন দুপুরে কালীগঞ্জ উপজেলার ছালাভরা এলাকায় দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে বিকাশ এজেন্ট ফারুকের কাছ থেকে ৪ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। পুলিশ লুট হওয়া ৩৭ হাজার টাকা উদ্ধার ও তোতা নামে এক দুর্বৃত্তকে গ্রেফতার করে। ওই রাতে মহেশপুর উপজেলার অনন্তপুর থেকে জাহিদুল ইসলাম (৪৮) নামে এক মোটরসাইকেল চালককে গলা কেটে হত্যার পর তার মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তিনি গুড়দা গ্রামের নবিস উদ্দিনের ছেলে। তিনি ভাড়ায় যাত্রী টেনে জীবিকা অর্জন করতেন। পুলিশ জানায়, রাত সাড়ে ৭টার দিকে দুজন যুবক সরষেডাঙ্গা যাওয়ার কথা বলে মোটরসাইকেল ভাড়া করে। পথিমধ্যে অনন্তপুরে খুর দিয়ে তার গলা কেটে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন চাঁদাবাজ ও ডাকাতদের তত্পরতা বেড়ে যাওয়ার কথা স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে পুলিশি অভিযান শুরু হয়েছে।