যশোরে ভাতিজার পিটুনিতে আহত চাচির মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: যশোরে ভাতিজার পিটুনিতে আহত চাচী শরিফা বেগম (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। ১৫ সেপ্টেম্বর তাকে আহতাবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শরিফার মেয়ে রাবেয়া বেগম জানান, বাবা লিয়াকত আলী মারা যাওয়ার পর তারা নানা বাড়ি মণিরামপুরের ঝাঁপা গ্রামে থাকতেন। পৈত্রিক সূত্রে তার মা ১৬ শতাংশ জমি পান। ওই জমি নিয়ে বিরোধ ছিলো তার মামাতো ভাই দুবাই প্রবাসী হাবিবুর রহমানের সাথে। বিরোধের জের ধরে ১৫ সেপ্টেম্বর হাবিবুর, তার স্ত্রী পারভিন ও প্রতিবেশী সালাম মিলে পেটায় তার মাকে। ওই দিনই তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘১৫ সেপ্টেম্বরের মারপিটের ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত ওই মামলায় কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানান ওসি।