স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর সীমান্ত থেকে দেড় কেজি হেরোইন উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় ৩০ লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার বিকেল ৬টার দিকে সীমান্ত থেকে এ হেরোইনগুলো উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গাস্থ-৬ বিজিবির পরিচালক এসএম মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর আসে দর্শনা জয়নগর এলাকা দিয়ে হেরোইন পাচার হচ্ছে। খবর পেয়ে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার খোরশেদ আলম সঙ্গীয় ফোর্সসহ সীমান্তের ৭৭ নম্বর মেন পিলারের কাছে কলাবাগানে অভিযান চালান। এ সময় তিন-চারজন চোরাচালানী ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি তাদের চ্যালেঞ্জ করলে তারা একটি প্লাস্টিকের বস্তা ফেলে ভারতে পালিয়ে যায়। এ সময় বস্তা তল্লাশি করে দেড় কেজি হেরোইন উদ্ধার করে বিজিবি।