খবর:(চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অলস দিন কাটাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা)
আরাম আয়েশ চলছে দেশে
আমরাও তার সাথে,
সবাই যখন এদিক ওদিক
খেলাধুলায় মাতে।
মাঝে মাঝে শুয়ে বসে
অফিস ঘরে কাটাই,
কে আর বলো কাছে এসে
কাগজ কলম ঘাটাই।
স্যার আমাদের ঠিক রয়েছেন
আমরা আছি ঠিক,
চলছে অফিস মজায় মজায়
কায়দা আধুনিক।
-আহাদ আলী মোল্লা