আলমডাঙ্গা ভাংবাড়িয়া পল্লী উন্নয়ন যুবক সমিতির ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

 

হাটবোয়ালিয়া প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার বিকেলে আলমডাঙ্গার ভাংবাড়িয়া ফুটবলমাঠে ভাংবাড়িয়া পল্লী উন্নয়ন যুবক সমিতি আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ২য় রাউন্ডের খেলা শুরু হয়েছে। দ্বিতীয় রাউন্ডের উদ্বোধনী খেলায় আলমডাঙ্গা পাচঁকমলাপুর ফুটবল একাদশকে  ৪-০ গোলে হারিয়ে গাংনী বাদিয়াপাড়া  ফুটবল জয়লাভ করেছে। ভাংবাড়িয়া পল্লী উন্নয়ন যুবক সমিতির সভাপতি ফিরোজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা যুবলীগ সহসভাপতি, ভাংবাড়িয়া পল্লী উন্নয়ন যুবক সমিতির সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন ইউপি যুবলীগ সভাপতি আজাদ আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক সুজন ডাক্তার, মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন, ইউনুস আলী, আব্দুল জলিল, হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ নাসির উদ্দিন, সেচ্ছাসেবক মহিদুল, আকালী, আশা, মিনারুল, হাসমত, রিপন, জমির উদ্দিন প্রমুখ। টুর্নামেন্টের রেফারির দায়িত্ব পালন করেন মিলন, সাঈদ ও মোস্তাক।