৭০ বছরের বৃদ্ধা বিয়ে করলেন ২১ বছরের যুবককে

 

মাথাভাঙ্গা মনিটর: ৭০ বছর বয়সেও প্রেমে পড়লেন এক ব্রিটিশ মহিলা। প্রেমিকের বয়স ২১, তিউনেশিয়ায় একটি হোটেলে ওয়েটারের কাজ করে। তারা দুজন শুধু প্রেমই করেননি। একদিনে আইন কানুন মেনে বিয়েটাও সেরে নিয়েছেন। প্রথম দেখাতেই প্রেম….এরপর বিয়ে। অবিশ্বাস্য হলেও সত্যি। একদিনের দেখাতে প্রেমে পড়া, ভালো লাগা এবং শেষ পরিণতি বিয়ে। ৭০ বছর বয়সী ব্রিটিশ মহিলা ডরোথি সিমস ছুটি কাটাতে গিয়েছিলেন তিউনেশিয়ায়। সেখানেই এক রেস্টুরেন্টে দেখা হলো ২১ বছরের হোটেল ওয়েটারের সাথে। ডরোথির ভাষায়, এটা ছিলো আমাদের তাৎক্ষণিক ভালোবাসা। প্রথম পলকেই ছেলেটিকে ভালো লেগে যায়। কিন্তু ওকে কিছুই বলতে পারছিলাম না। হঠাত সে আমাকে একটি চিরকুট পাঠালো। ওটাতে লেখা, আমরা কি নীল আকাশের নিচে এক কাপ কফি খেতে পারি?
এ ঘটনায় আমি একটু বিব্রত হলাম। সাথে থাকা বোনকে জিজ্ঞেস করলাম, এ ছেলেটি শুধু শুধু আমার মতো বৃদ্ধাকে পছন্দ করলো কেন? ওর আশপাশেইতো ওড়ে বেড়াচ্ছে তরুণীরা। কিন্তু যুবকের পক্ষ থেকে সাড়া পেয়ে ভালোবাসা উথলে উঠলো বৃদ্ধার। তিনি রাজি হয়ে গেলেন ওয়েটারের প্রস্তাবে। এরপর নীল আকাশের নিচে কফি খাওয়া আর সৈকতে ঘুরে বেড়ানো।