ঝিনাইদহ অফিস: বিদ্যুতের লো-ভোল্টেজ ও ঘন ঘন লোডশেডিঙের কারণে ঝিনাইদহে বিদ্যুত উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। গতকাল বুধবার সকাল ১১টার দিকে সদর উপজেলার ধানহাড়িয়া ও উদয়পুর গ্রামের বিক্ষুব্ধ জনতা এ ভাঙচুরের ঘটনা ঘটায়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন আজাদ জানান, বিদ্যুতের লো-ভোল্টেজের প্রতিবাদে সকালে সদর উপজেলার উদয়পুর ও ধানহাড়িয়া গ্রামের মানুষ জেলা বিদ্যুত উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে। এরপর তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে কম্পিউটার, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে বিক্ষুব্ধ এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে উদয়পুর ও ধানহাড়িয়া গ্রামে বিদ্যুতের লো-ভোল্টেজ ও ঘন ঘন লোডশেডিং চলে আসছে। এতে সীমাহীন কষ্টের সম্মুখিন হচ্ছে এ এলাকার মানুষ। বিদ্যুত উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর নিকট বার বার অভিযোগ দেয়া হলেও তিনি এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি।
তবে এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ক্যামেরার সামনে কোনো কথা বলতে পারবেন না বলে জানান বিদ্যুত উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামান। অফিসের উপবিভাগীয় প্রকৌশলী এমএ আজিম অফিসে হামলার কথা স্বীকার করে জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হবে।