গাংনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দু ফার্মেসি মালিকের জরিমানা : মুচলেকা দিয়ে মুক্ত কথিত ডাক্তার কাজল

 

গাংনী প্রতিনিধি: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে মেহেরপুরের দু ফার্মেসি মালিকের কাছ থেকে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে বিধিমোতাবেক চিকিৎসা দেয়ার যোগ্যতা না থাকায় কথিত ডা. কাজলের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভ্রা দাসের নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে গাংনী আমিরুল মার্কেটের রাহি ফার্মেসি থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই ভ্রাম্যমাণ আদালত কাজল ফার্মেসিতে অভিযান চালায়। নামের আগে ডাক্তার লেখা সেই ডা. কাজলের বিভিন্ন কাগজপত্র পরীক্ষা করেন ভ্রাম্যমাণ আদালত। বিধি মোতাবেক রোগীর প্রেসক্রিপশন দেয়ার যোগ্যতা (সার্টিফিকেট ও বিএমডিসি সনদ) না থাকায় কাজলকে অভিযুক্ত করা হয়। এ সময় কাজলের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আর কোনো দিন রোগীদের প্রেসক্রিপশন দেবেন না এমন লিখিত মুচলেকা দিয়ে এ যাত্রায় মুক্তি পেয়েছেন কাজল। এছাড়াও কাজলের ডাক্তার নাম লেখা সাইন বোর্ডটি গুড়িয়ে দেন ভ্রাম্যমাণ আদালত।