স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নবনিযুক্ত প্রধান বিচারক ড. এবিএম মাহমুদুল হক যোগদান করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে আন্তঃনগর রূপসা ট্রেনে চেপে তিনি চুয়াডাঙ্গা রেলস্টেশনে আসেন। এ সময় নবাগত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে ফুলেল শুভেচ্ছা জানান আদালতের বিচারকরা।
ফুলেল শুভেচ্ছা জানাতে এ সময় রেলস্টেশনে উপস্থিত ছিলেন- সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (১ম আদালত) শেখ মোহা. আমীনুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (২য় আদালত) মো. তৈয়ব আলী ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (১ম ও ২য় আদালত) মো. আব্দুল হালিম। এছাড়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা রশিদ উদ্দিন আহমেদ ও নাজির ইউনুস আলী উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, নবনিযুক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চুয়াডাঙ্গায় আসার আগে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন। বিদায়ী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম মমতাজ পারভীন ২০১৩ সালের ২ সেপ্টেম্বর চুয়াডাঙ্গায় যোগদান করেন। গত ১১ সেপ্টেম্বর বদলি হয়ে বেগম মমতাজ পারভীন যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করেছেন।
চুয়াডাঙ্গা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পিপি অ্যাডভোকেট ইফতিখার হোসেন খোকন জানান, নবনিযুক্ত বিচারক ড. এবিএম মাহমুদুল হক বিকেল তিনটার দিকে এজলাসে বসেন এবং বিচার কাজ পরিচালনা করেন।