দামুড়হুদায় সরকারি মাছের পোনা অবমুক্ত

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় উম্মুক্ত জলাশয়ে বিল নার্সারি এবং পোনা অবমুক্তকরণ প্রকল্পের আওতায় সরকারি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার জয়রামপুর সরকারি মজাপুকুরে ৮০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) নূরুল হাফিজ প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন।

পোনা অবমুক্তকালীন সময়ে চুয়াডাঙ্গা জেলা মৎস্য অফিসার মনিরুজ্জামান, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার সরকার, সহকারী মৎস্য অফিসার আইয়ুব আলী, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের সিএ ইসমাইল হোসেন, মৎস্যজীবী সমিতির আহসান হাবিব তপন, মহসিন আলী, আদিল, আনিস, মাছের পোনা সরবরাহকারী ঠিকাদার ফরহাদুর রেজা প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে বেলা ১১টার দিকে উপজেলার রায়সার বিলে ২১০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।