ঝিনাইদহে ডাকাতের হামলায় একই পরিবারের ৪ জন আহত

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরে ডাকাতের হামলায় স্বামী-স্ত্রী ও দু ছেলেসহ ৪ জন আহত হয়েছে। ডাকাতদল বাড়িতে ঢুকে নগদ টাকাসহ ৫ লাখ টাকার সোনার গয়নাগাটি লুট করে নিয়ে গেছে। গতকাল সোমবার ভোররাতে শহরের হামদহ কাঞ্চনপুর মধ্যপাড়ার গোপাল মাস্টারের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। আহত গোপাল মাস্টার, তার স্ত্রী লক্ষ্মীরাণী, ছেলে মিলন ও গোবিন্দকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে লক্ষ্মীরাণীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মুমূর্ষু অবস্থায় ফরিদপুর মেডিকেলে রেফার করা হয়েছে। হাসপাতালে আহত গৃহকর্তা গোপাল মাস্টার জানান, ভোরের দিকে বাড়ির ক্লপসিবল গেট ভেঙে ৭-৮ জনের একদল ডাকাত ঘরের ভেতরে ঢুকে পড়ে। সে সময় তারা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে ফেলে। তারা বাধা দেয়ার চেষ্টা করলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদেরকে গুরুতর জখম করে। ডাকাতরা ঘরের থাকা নগদ ৬০ হাজার টাকা ও সোনার গয়নাগাটিসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঝিনাইদহ সদর থানার ওসি শাহাবুদ্দিন আজাদ জানান, ঘটনাটি শুনেছি, খোঁজ নিয়ে দেখছি।