আলমডাঙ্গা বণিক সমিতির শ্বাসরুদ্ধকর ভোটযুদ্ধ সুষ্ঠুভাবে সম্পন্ন

 

বিজয়মুকুট পরলেন মকবুল হোসেন ও আমিনুল হক বিশ্বাস

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার শীর্ষ ব্যবসায়ী সংগঠন আলমডাঙ্গা বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে সভাপতি পদে জয়ের মুকুট ছিনিয়ে নিলেন শহরের বিশিষ্ট হার্ডওয়ার ব্যবসায়ী মকবুল হোসেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমিনুল হক বিশ্বাস ঘেটু।

গতকাল সোমবার রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল গোষণা করেন রিটার্নিং অফিসার অগ্রণী ব্যাংকের সাবেক সিনিয়র অফিসার ওয়াসিউজ্জামান। দোয়াত কলম প্রতীকে সর্বাধিক ২৮২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মকবুল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলুর রহমান ছাতা প্রতীকে ১৮২ ভোট পেয়েছেন। একই পদে অপর প্রার্থী সাবেক সভাপতি আবু তালেব ১৩০ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে বাইসাইকেল প্রতীকে সর্বাধিক ৩১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আমিনুল হক বিশ্বাস ঘেটু। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থি শাহিন রেজা মল্লিক মিল্টন আনারস প্রতীকে ২৪২ ভোট পেয়েছেন। এছাড়া সহসভাপতির ২টি পদে চশমা প্রতীকে সর্বোচ্চ ৩৩৪ ভোট পেয়ে একেএম এনামুল কবীর ও মাছ প্রতীকে ২৯১ ভোট পেয়ে সাইফুল ইসলাম লিটন সহসভাপতি নির্বাচিত হয়েছেন। সহসম্পাদকের ২টি পদে হাঁস প্রতীকে সর্বোচ্চ ২৬৩ ভোট পেয়ে দিলীপ কুমার বিশ্বাস ও গোলাপফুল প্রতীকে ২৫৫ ভোট পেয়ে মাগরিবুর রহমান সহসম্পাদক নির্বাচিত হয়েছেন। তালাচাবি প্রতীকে সর্বোচ্চ ৩২০ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জিল্লুর রহমান ওল্টু, মোরগ প্রতীকে সর্বোচ্চ ৩৯০ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আলাউদ্দীন, ফুটবল প্রতীকে সর্বোচ্চ ৪৪৫ ভোট পেয়ে ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন মীর শফিকুল ইসলাম ও টিয়াপাখি প্রতীকে সর্বোচ্চ ৩২৪ ভোট পেয়ে দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন রেজাউল হক। তাছাড়া ১০টি নির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে যথাক্রমে নির্বাচিত হয়েছেন কুইন রেজা, জাহিদুল ইসলাম লাভলু, জয়নাল আবেদীন, মোহাম্মদ আলী, জসিম উদ্দীন, হামিদুল হক, সিরাজুল ইসলাম, আব্দুস সাত্তার, রেজাউল হক তোতা ও ইব্রাহিম মাহমুদ।