প্রশাসনে ১০ অতিরিক্ত সচিবের পদায়ন

 

স্টাফ রিপোর্টার: অতিরিক্ত সচিব পদে ১০ কর্মকর্তাকে রদবদল করে গতকাল সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী সদস্য মিজানুর রহমানকে বিআরটিসির চেয়ারম্যান হিসেবে বদলি করাসহ আরো দু সংস্থার প্রধান পদে রদবদল করা হয়েছে। জন প্রশাসন মন্ত্রণালয় সোমবার এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করেছে। বিআরটিসির চেয়ারম্যান জসীম উদ্দিন আহমেদকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে। অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী সদস্য মিজানুর রহমানকে বিআরটিসির চেয়ারম্যান পদে বদলি করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব একেএম আসাদুজ্জামানকে বিসিএসআইআর’র চেয়ারম্যান করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী ওয়ারেসীকে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী সদস্য করার আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অপর এক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিনকে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সালাহউদ্দিন আকবরকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, এনটিআরসিএ’র সদস্য রফিকুল ইসলামকে নৌ-পরিবহন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শফিকুল ইসলামকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন বেগমকে বাণিজ্য মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামাল উদ্দিনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এদিকে গত ৩ সেপ্টেম্বর মালটি পারপাস সাইক্লোন সেন্টার নির্মাণের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) সামসুজ্জমান ভূইয়াকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে বদলি করা হলেও তিনি যোগ দেননি। আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে যোগ না দিলে ২৮ সেপ্টেম্বর থেকে তিনি অবমুক্ত হবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।