খবর:(সোনার মূর্তির আশায় চার হাজার টাকা মোবাইলফোনে ফ্ল্যাক্সিলোড)
পিরোজখালীর সরল কৃষক
উনি আমার কাকা,
সোনার লোভে কর্জ করে
দিলেন মেলা টাকা।
অবশেষে দেখেন তিনি
বিষয়টা বেশ ফাঁকা,
রটলো এটা মুখে মুখে
থাকলো না আর ঢাকা।
লজ্জা লাগে শরম লাগে
হয় না ঘরে থাকা,
লোকে যখন প্রশ্ন করে
মুখটা করেন বাঁকা।
-আহাদ আলী মোল্লা