সোনার মূর্তির আশায় চার হাজার টাকা মোবাইলফোনে ফ্ল্যাক্সি

 

পদ্মবিলা প্রতিনিধি: সোনার মূর্তির পাওয়ার আশায় প্রতারণার ফাঁদে পা দিয়ে ৪ হাজার টাকা মোবাইলফোনে ফ্ল্যাক্সিলোড দিলেন চুয়াডাঙ্গা পিরোজখালী গ্রামের আমছের আলী। তাকে সোনার মূর্তি দেয়ার কথা বলে এ টাকা হাতিয়ে নেয় প্রতারকচক্র। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার। গ্রাসবাসী জানায়, চুয়াডাঙ্গা জেলা সদরে পদ্মবিলা ইউনিয়নের পিরোজখালী গ্রামের আমছের আলীর মোবাইলফোনে অজ্ঞাত ব্যক্তি কল দিয়ে বলে আপনাকে সোনার মূর্তি দেয়া হবে সেটা বিক্রি করলে অনেক টাকা পাবা। এজন্য আপনাকে চার হাজার টাকা ফ্লাক্সি দিতে হবে। কথাটি কাউকে না জানানোর জন্য বলে। এ কথায় রাজি হয়ে কাউকে কিছু না বলে গোপনে চার হাজার টাকা ফ্লাক্সি দেয় আমছের আলী। পরে জানা যায় আমছের প্রতারণার শিকার হয়েছেন।