ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ প্রহরায় পালিয়েছেন আনিস মণ্ডল (৩০) নামে এক আসামি। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পালিয়ে যান। ফেনসিডিল বিক্রেতা আনিস মণ্ডল কোটচাঁদপুর উপজেলার ভোরাডাঙ্গা গ্রামের সরোয়ার মণ্ডলের ছেলে।
সদর উপজেলার বংকিরা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) অজয় কুমার কুণ্ডু জানান, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে আনিস মণ্ডলকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি জানান, ফেনসিডিলসহ আটক আনিস সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে পুলিশ প্রহরায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি কর্তব্যরত পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান। তাকে পুনরায় আটকের চেষ্টা চলছে।
সদর থানায় মাদকদ্রব্য আইনে এবং পুলিশ প্রহরায় পলায়নের কারণে আনিসের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আনিস মণ্ডল দীর্ঘদিন ধরে এলাকায় ফেনসিডিল বিক্রি করে আসছিলো।