ভ্রাম্যমাণ আদালতে যুবক রফিকুলের ১০ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গায় মধ্যবয়স্ক কাজের বুয়াকে উত্ত্যক্ত করার সময় রাজমিস্ত্রির যুগালে আটক

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা ডরমেটরির কাজের বুয়াকে যৌন হয়রানির অপরাধে আলমডাঙ্গার শ্রীরামপুর গ্রামের যুবক রফিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার উত্ত্যক্ত করার সময় ওই রফিকুল ইসলামকে কৌশলে ডরমেটরির এক কক্ষে ডেকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীনুজ্জামান ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দু মাসের কারাদণ্ডের আদেশ দেন।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের গাংপাড়ার সিরাজুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (২০) রাজমিস্ত্রির যোগালে। দুপুর পর কাজ শেষে সে প্রায় প্রতিদিনই আলমডাঙ্গা উপজেলা চত্বরে আড্ডা দিতো। উপজেলা পরিষদ চত্বরে যাতায়াতকারী কিশোরী ও মহিলাদের সে যৌন হয়রানি করে আসছিলো। অন্যান্য দিনের মতো গতকাল দুপুরে সে উপজেলা ডরমেটরির কাজের বুয়া মধ্যবয়স্ক আয়েশা খাতুনকে উত্ত্যক্ত করতে থাকে। এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে তিনি কৌশলের আশ্রয় নেন। আয়েশা খাতুন উত্ত্যক্তকারী রফিকুলকে কৌশলে ডেকে ডরমেটরির একটি কক্ষে আটক করেন। এরপর বাইরে থেকে দরজার শেকল লাগিয়ে দেন। এ সময় তিনি ডরমেটরিতে অবস্থানকারী কর্মচারী-কর্মকর্তাদের বিষয়টি জানান। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীনুজ্জামানকে অবহিত করা হয়। তিনি ঘটনাস্থলে গিয়ে সবকিছু শোনেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে উত্ত্যক্তকারী রফিকুলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এ পর্যায়ে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। সন্ধ্যায় ভূমি অফিস সহকারী তরিকুল ইসলামের কাছে জরিমানার ১০ হাজার টাকা জমা দিয়ে জরিমানার রশিদ নিয়ে সে মুক্ত বাড়ি ফেরে।