দুর্গাপুর-সদাবরী সড়কে ছিনতাইকারীদের কবলে আলমসাধুভর্তি মানুষ : অসুস্থ দেখে ছেড়ে দিয়েছে ছিনতাইকরীরা

 

কুড়লগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়–লগাছির দুর্গাপুর-সদাবরী সড়কে ছিনতাইকারীদের কবলে আলমসাধুভর্তি মানুষ। এ সময় তারা পথচারী ও আলমসাধুভর্তি মানুষদের অসুস্থ দেখে ছেড়ে দেয়।

জানা গেছে, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে সদাবরী গ্রামের মৃত মজিবার রহমানের ছেলে আব্বাস (৩২), বরকতের ছেলে কদম আলীসহ (৪০) ৪ জন মহিলা প্রতাবপুর থেকে বাড়ি ফিরছিলেন। তারা দুর্গাপুর-সদাবরী সড়কের বড়বাগান নামক স্থানে পৌঁছুলে ৫/৬ জন ছিনতাইকারী আলমসাধুভর্তি মানুষ ও পথচারীদের গতিরোধ করে। পরে আলমসাধুতে অসুস্থ মানুষ দেখলে ছেড়ে দেয় ছিনতাইকারীরা। প্রায় এই সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলেছে। কখনো মোটরসাইকেল, কখনো আলমসাধু, সাইকেলসহ পথচারীদেরকে ধরে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। সন্ধ্যা হলেই এ রাস্তা দিয়ে মানুষ আর চলাচল করতে পারে না। পুলিশ এখনো পর্যন্ত ছিনতাইকারীচক্রের কোনো সদস্যকে গ্রেফতার করতে পারেনি।