দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার প্রতিটি পুলিশ ফাঁড়িতে স্থায়ী মোবাইল নম্বর প্রদান করা হয়েছে। দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান জানান, এলাকায় পুলিশি সেবা বৃদ্ধি করতে জেলা পুলিশ সুপারের বিশেষ উদ্যোগে এ পদক্ষেপ নেয়া হয়েছে। কারণ হিসেবে তিনি বলেন, ইতঃপূর্বে পুলিশ ফাঁড়িগুলোতে কোনো স্থায়ী মোবাইল নম্বর না থাকায় এলাকার ভুক্তভোগী জনসাধারণ ক্যাম্প ইনচার্জদের সাথে যোগাযোগ করতে সমস্যায় পড়তেন। তিনি এলাকার সাধারণ জনগণের উদ্দেশে আরো বলেন, আপনার এলাকায় যেকোনো ক্রাইম হলে সাথে সাথে ওই নম্বরে ফোন দিয়ে জানাবেন। আপনাদের সুবিধার জন্য ২৪ ঘণ্টা খোলা থাকবে।
ওসি তদন্ত, থানার ডিউটি অফিসার, দর্শনা তদন্তকেন্দ্রসহ উপজেলার ১০টি পুলিশ ফাঁড়িতে সরবরাহকৃত সিম নম্বরগুলো হলো- ওসি তদন্ত-০১৭৯৪-৪৩০১০১, দামুড়হুদা মডেল থানার ডিউটি অফিসার-০১৭৯৪-৪৩০১০৫, দর্শনা তদন্তকেন্দ্র-০১৭৯৪-৪৩০১১৬, কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প-০১৭৯৪-৪৩০১১৭, চারুলিয়া পুলিশ ক্যাম্প-০১৭৯৪-৪৩০১১৮, ভগিরথপুর পুলিশ ক্যাম্প-০১৭৯৪-৪৩০১১৯, নাটুদহ পুলিশ ক্যাম্প-০১৭৯৪-৪৩০১২০, হোগলডাঙ্গা পুলিশ ক্যাম্প-০১৭৯৪-৪৩০১২১, লক্ষিপুর পুলিশ ক্যাম্প-০১৭৯৪-৪৩০১২২, দলিয়ারপুর পুলিশ ক্যাম্প-০১৭৯৪-৪৩০১২৩, ছুটিপুর পুলিশ ক্যাম্প-০১৭৯৪-৪৩০১২৪, দুলালনগর পুলিশ ক্যাম্প-০১৭৯৪-৪৩০১২৫, ইব্রাহিমপুর পুলিশ ক্যাম্প-০১৭৯৪-৪৩০১২৬।