অবৈধভাবে বালি উত্তোলন : ৫০ হাজার টাকা জরিমানা

দামুড়হুদায় ড্রেজিং মেশিন ভিড়িয়ে বালি বাণিজ্য : ইউএনওর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার ইব্রাহিমপুরে ড্রেজিং মেশিন দিয়ে অবৈধভাবে বালি উত্তোলনকালে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) নুরুল হাফিজ অভিযান চালিয়ে মূল মালিক চুয়াডাঙ্গা জেলা সদরের রাজ্জাককে পাকড়াও করতে না পারলেও বালি উত্তোলন কাজে নিয়োজিত ৪ শ্রমিককে পাকড়াও করেন। তিনি এ সময় ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে ওই ৪ জনকে উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসেন। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (অতিঃ দায়িত্ব) নুরুল হাফিজ ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বটতলা নামক স্থানে চুয়াডাঙ্গা জেলা সদরের খেজুরতলার ওহাব মণ্ডলের ছেলে আব্দুর রাজ্জাক খাসজমিতে ড্রেজিং মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে বালি উত্তোলন করে আসছেন। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শনে যান দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (অতিঃ দায়িত্ব) নুরুল হাফিজ। এ সময় তিনি বালি উত্তোলন কাজে নিয়োজিত উপজেলার ইব্রাহিমপুরের মৃত তাহাজ্জেদ হোসেনের ছেলে জাহিদ (৫২), চুয়াডাঙ্গা জেলা সদরের শৈলগাড়ীর রহমের ছেলে চাঁদ আলী (৪৫), একই গ্রামের মৃত আমজাদের ছেলে সাগর (৩০) ও দিগড়ির মৃত খোরশেদের ছেলে নুরুজ্জামানকে (২৮) পাকড়াও করেন। সেই সাথে উত্তোলনকৃত বালিসহ বালি উত্তোলনকাজে নিয়োজিত ড্রেজিং মেশিন জব্দ করেন। তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালি মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’র ১৫(৪) ধারা মোতাবেক রাজ্জাককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন এবং জব্দকৃত বালি ও ড্রেজিং মেশিনটি জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলীর জিম্মায় দেন। ভ্রাম্যমাণ আদালতে জরিমানার টাকা ঘটনাস্থলে পরিশোধ করতে না পারায় পাকড়াও ওই ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে জরিমানার টাকা পরিশোধ করা হলে ওই ৪ জনকে ছেড়ে দেয়া হয় বলে জানান উপজেলা নির্বাহী অফিসারের সিএ ফয়জুল ইসলাম।