কালীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ.লীগের দু গ্রুপের সংঘর্ষ

সাবেক ইউপি মেম্বরসহ ১২ জন আহত

 

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভাটাভাঙ্গা গ্রামে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে এক সাবেক ইউপি মেম্বারসহ উভয়পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়েছে। আহতদেরকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার ভোরে।

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, জেলার কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের ভাটাডাঙ্গা গ্রামে এলাকায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য মোক্তার হোসেন ও আইনাল হোসেনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। তারই জের ধরে শুক্রবার ভোরে দু দলের লোকজন ঢাল, সড়কি, রামদা ও অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে সাবেক মেম্বার মোক্তার হোসেনসহ উভয় গ্রুপের কমপক্ষে ১২ জন আহত হয়। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গ্রামটিতে চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।