সিরিয়ায় জাতিসংঘের হামের টিকায় ১৫ শিশুর মৃত্যু

 

মাথাভাঙ্গা মনিটর: জাতিসংঘের হামের টিকা নেয়ার পর সিরিয়ার ১৫টি শিশু মারা গেছে। এসব শিশুর বয়স দু বছরের নিচে। শিশু মৃত্যুর ঘটনার পর সংস্থাটির টিকাদান কর্মসূচি বন্ধ করে দেয়া হয়েছে। জাতিসংঘের শিশু ফান্ড ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু এ খবরের সত্যতা স্বীকার করেছেন।
দুটি সংস্থাই এক বিবৃতিতে বলেছে, সিরিয়ার ইদলিবে অন্তত ১৫টি শিশুর মৃত্যুতে তারা মর্মাহত। ইদলিবের চিকিৎসক আবদুল্লাহ আজাজ বলেছেন, দ্বিতীয় রাউন্ডের টিকা নেয়ার এক ঘণ্টা পরই শিশুদের শরীরে মারাত্মক এলার্জিক প্রতিক্রিয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টিকা নেয়ার পরপরই কিছু শিশুর শরীরে ফুলাভাব লক্ষ্য করা যায় এবং এরপর তাদের মৃত্যু ঘটে। কোনো কোনো সূত্র দাবি করেছে, টিকা প্রয়োগের কারণে ৩৪ থেকে ৫০টি শিশুর মৃত্যু হয়েছে। তবে কোনো নিরপেক্ষ সূত্র থেকে এর সত্যতা যাচাই করা যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু বলেছে, ঘটনা তদন্তে ওই এলাকায় বিশেষজ্ঞ টিম পাঠানো হচ্ছে।