স্টাফ রিপোর্টার: টেলিভিশন টকশোতে সরকারের সমালোচনাকারীদের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের কোনো ক্ষমতা না থাকলেও ক্ষমতায় যাওয়ার লোভ আছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের পাবলিক প্লাজায় আয়োজিত বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, কিছু লোক আছে তাদের কোনো কিছুই ভালো লাগে না। সব কিছুতে কিন্তু খোঁজে। তারা এসি রুমে বসে শুধু সমালোচনা করে। তাদের কোনো যোগ্যতা নেই দেশ পরিচালনা করার ও জনগণের পাশে দাঁড়ানোর, তবে এদের ক্ষমতায় যাওয়ার লোভ আছে। তারা পরাজিত শক্তি ইয়াহিয়ার প্রেতাত্মা এবং পা লেহনকারী। তিনি বলেন, দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল সবার আগে আমরাই দিয়েছিলাম এবং বিদ্যুত সরবরাহ আমরাই দিয়েছি। তারা আমাদেরই বেশি সমালোচনা করে। সকাল ১০টার দিকে হেলিকপ্টারে টুঙ্গিপাড়া পৌঁছান প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাতটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি।