স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শহরের দুজন টিনএজারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল দুপুরে চুয়াডাঙ্গা ভি.জে স্কুল মাঠ চাঁদমারীর নিকট সাকিব (১৬) ও পাপনকে (১৬) মোটরসাইকেল থেকে নামিয়ে নিয়ে কুপিয়ে জখম করা হয়। দুজনকেই উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পরে অবশ্য পাপনকে একটি ক্লিনিকে নেয়া হয়েছে।
চুয়াডাঙ্গা ফার্মপাড়ার আব্দুল লিটনের ছেলে সাকিব ও পুরাতন হাসপাতালপাড়ার সালা উদ্দীনের ছেলে পাপন ঘটনার বর্ণনা দিতে গিয়ে অভিন্ন ভাষায় বলেছে, মোটরসাইকেলযোগে চাঁদমারী মাঠ হয়ে প্রদীপন বিদ্যাপীঠের দিকে যেতেই অভি, অন্ত ও নাহিদ গতিরোধ করে। তাদের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে আসি।
কেন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে? এ প্রশ্নের স্পষ্ট জবাব মেলেনি। অভিযুক্তদের সাথেও যোগাযোগ করা সম্ভব হয়নি।