আলমডাঙ্গা জামজামি-রামদিয়া সড়কের গলায়দড়ি ব্রিজে মধ্যরাতে ছিনতাই

 

জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গা জামজামি-রামদিয়া সড়কের ঘোষবিলা গলায়দড়ি ব্রিজের অদূরে একদল ছিনতাইকারী তাণ্ডব চালিয়েছে। গতপরশু রাতে সাইকেলআরোহীদের গতিরোধ করে ধারালো অস্ত্রের কাছে থাকা নগদ টাকা, লাইট ছিনতাই করেছে ছিনতাইকারীরা।

জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার জামজামি-রামদিয়া সড়কের ঘোষবিলা গ্রামের অদূরে জিকে সেচ খালের গলায়দড়ি ব্রিজ। আলমডাঙ্গা শ্রীনগরের মৃত আলফাজ মুন্সীর ছেলে মৎস্যজীবী ফজলু (৬৬) ও সহযোগী কায়েতপাড়া গ্রামের চতুর মণ্ডলের ছেলে জাহিদুল (৩০) বাইসাইকেলযোগে ছিনতাইকারীদের কবলে পড়েন। তারা বলেছেন, ব্রিজে সশস্ত্র ৩ ছিনতাইকারী পথ আগলে ধরে ধারালো অস্ত্রের মুখে টেনেহেঁচড়ে হাতিয়ে নেয় ফজলুর পকেটে থাকা নগদ ২শ ৪০ টাকা ও জাহিদুলের পকেট থেকে ১শ ৫০ টাকাসহ লাইট ও সিগারেট।