আলমডাঙ্গার শ্রীনগরে কুয়েত প্রবাসীর বাড়িতে বোমা নিক্ষেপ এবং..

 

জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গা জামজামির শ্রীনগরে কুয়েত প্রবাসী রিপন নয়, মিলনের (৪০) বাড়িতে পরশুরাতে বোমা নিক্ষেপ করা হয়। পরিবারের সদস্যরা বলেছে, অস্ত্রধারীরা হানা দিয়ে ডাকাডাকি করে। সাড়া না পেয়ে ঘরের দরজা লক্ষ্য করে ১টি বোমা ছুড়ে পালিয়ে যায়। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হলে ঘর-বাড়িসহ অত্র এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান আলমডাঙ্গা থানা পুলিশের ওসি মো. মনিরুদ্দিন মোল্লাসহ সঙ্গীয় ফোর্স। পুলিশ এ ঘটনাকে জমি জমা নিয়ে বিরোধের জের বলে দাবি করলেও বোমা হামলার শিকার পরিবারের সদস্যরা বলেছে, চাঁদা চেয়ে না পেয়েই বোমা হামলা চালানো হয়েছে। গতকাল দৈনিক মাথাভাঙ্গায় এ খবর প্রকাশিত হলেও কুয়েত প্রবাসী ও তার নাম ভুল হয়।