ভিমরুল্লায় এক শিশুকে বাঁচাতে থ্রি-হুইলার খাদে : আরোহী গুরুতর জখম

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের ভিমরুল্লায় থ্রি-হুইলার দুর্ঘটনায় আরোহী কোর্টপাড়ার সেলিম (৪০) গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এক শিশুকে বাঁচাতে থ্রি-হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। আরোহী সেলিম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, দর্শনা মিলপাড়ার সোনা মিয়ার শিশুসন্তান সোনালীকে নিয়ে তার মা ভিমরুল্লায় বেড়ানোর উদ্দেশে রওনা হন। করিমন থেকে নেমে ভাড়া পরিশোধের সময় শিশু রাস্তা পার হতে যায়। এ সময় থ্রি-হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। আহত হন আরোহী চুয়াডাঙ্গা কোর্টপাড়ার রিপন আলীর ছেলে সেলিম। শিশু সোনালীও আহত হয়। দুজনকেই উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। সেলিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

Leave a comment