মাথাভাঙ্গা মনিটর: সৌদি আরবের রাজধানী রিয়াদে আগুনে পুড়ে দু বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- কুমিল্লার মুরাদনগর উপজেলার জন প্রতিকুলা গ্রামের রবিউল ইসলাম এবং একই উপজেলার চাপিতলা গ্রামের ইকবাল হোসেন। বুধবার স্থানীয় সময় ভোরে রিয়াদের সোলাই এলাকায় এক অগ্নিকাণ্ডে তাদের মৃত্যু হয়। নিহত দু বাংলাদেশি শ্রমিক দুজনেই রিয়াদের সোলাই এলাকার একটি ফোম কারখানায় কাজ করতেন। তাদের লাশ রিয়াদের সোমাইছি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এছাড়া সৌদি আরবপ্রবাসী এনাম আহমেদ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত বুধবার জেদ্দা থেকে রিয়াদ যাওয়ার পথে তায়েফের সন্নিকটে আল-আতিফ নামক স্থানে ভোর আনুমানিক সাড়ে পাঁচটায় এ দুর্ঘটনা ঘটে। তার লাশ বর্তমানে আল-আতিফ হাসপাতালে রাখা হয়েছে। নিহত এনাম আহমেদের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার অন্তর্গত পায়দাবাদ গ্রামে। তার বাবার নাম আবদুল হক মাস্টার।