স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার মোটরযানের নম্বরপ্লেট লাগানোর তারিখ অনিবার্য কারণে পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরি বিএমটিএফ সূত্রে জানা গেছে, চলতি মাসে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার যে সকল মোটরযান মালিক তাদের গাড়ির নম্বরপ্লেট লাগানোর মেসেজ পেয়েছেন তাদের আগামী ২০ সেপ্টেম্বর শনিবারের পরিবর্তে আগামী ২৭ সেপ্টেম্বর শনিবার আগের উল্লেখিত সময় ও স্থানে উপস্থিত হয়ে নিজ নিজ গাড়ির নম্বরপ্লেট লাগানোর জন্য জানানো হয়েছে।