সাইকেল থেকে পড়ে ৫ম শ্রেণির ছাত্র নয়নের করুণ মৃত্যু

দর্শনা শান্তিপাড়ায় সহপাঠদের সাথে বাইসাইকেলযোগে ঘুরতে গিয়ে ঘটল বিপত্তি

 

দর্শনা অফিস: মডেল টেস্ট পরীক্ষা শেষে তিন সহপাঠীকে নিয়ে সাইকেলে করে ঘুরতে গিয়ে ঘটেছে বিপত্তি। সাইকেল থেকে পড়ে গলায় সাইকেলের ব্রেকের শিক বিঁধে করুণ মৃত্যু হয়েছে ৫ম শ্রেণির ছাত্র নয়নের। নয়নের অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

জানা গেছে, গতকাল বুধবার দুপুর ২টার দিকে দর্শনা শন্তিপাড়ার নুর আলমের ছেলে নয়ন ৫ম শ্রেণির মডেল টেস্ট পরীক্ষা দিতে যায় দর্শনা পূর্ব রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরীক্ষা শেষে দু সহপাঠী সাইফুল এবং সাব্বিরকে সাথে নিয়ে সাইকেলে করে ঘুরতে যায় দর্শনা-মুজিবনগর প্রধান সড়কে। এ সময় তারা দর্শনা-মেমনগর সড়কের গোপালখালি ব্রিজের নিকট পৌঁছুলে একটি করিমনের সাইড দিতে গিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে সাইকেলের ব্রেকের একটি শিক নয়নের গলার মধ্যে ঢুকে যায়। তাকে উদ্ধার করে দর্শনার একটি স্থানীয় ক্লিনিকে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নয়নের মৃতদেহ তার বাড়িতে আনা হলে স্বজনদের কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে। গতকালই এক বেদনাবিধুর পরিবেশে নয়নের লাশ স্থানীয় গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়েছে।