কেউ কেউ দীর্ঘদিন ধরে চাকরি করছেন : কোনো কোনো আনসার সদস্য অনেকেই বহুদিন ধরে বেকার বসে!

স্টাফ রিপোর্টার: আনসার সদস্য হিসেবে তালিকাভুক্ত এমনকি স্মার্ট আইডি কার্ড পাওয়ার পরও দিনের পর দিন বেকার বসে থাকতে হচ্ছে অনেকের। দীর্ঘদিন ধরে ঘুরে ঘুরে চাকরি না পেয়ে তাদের অনেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন।

জানা গেছে, আনসার সদস্যদের যারা অঙ্গীভূত আছেন এবং চাকরি করছেন তাদের অঙ্গীভূতির মেয়াদ তিন বছর করে বৃদ্ধির কারণে দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশায় বসে থাকা অনেকেই চাকরি না পেয়ে অনিশ্চয়তার দিন গুনছেন। তিন বছর করার কারণে ঘুরে ফিরে কেউ কেউ টানা ৯ বছর চাকরি করছেন, অথচ স্মার্ট কার্ড পাওয়ার পরও অনেকে দিনের পর দিন বেকার বসে আছেন। একাধিক অভিযোগকারী বলেছেন, চুয়াডাঙ্গা দামুড়হুদার আনসার-ভিডিপি ব্যাংকে কর্মরত গোলাম মির্জা এবং জনতা ব্যাংক কার্পাসডাঙ্গা শাখায় সুলাইমান দীর্ঘদিন ধরে চাকরি করলেও তাদের মেয়াদ যেন ফোরাচ্ছে না। চাকরি প্রত্যাশীদের অনেকের আনসার দফতরে ঘুরে ঘুরে চটি ক্ষয় হলেও আজ নয় কাল আসো বলে ঘোরানো হচ্ছে। এক পর্যায়ে চাকরিই হবে না বলে ধমক দিয়ে বাড়ি পাঠাচ্ছে। এরকমই অভিযোগ করে দামুড়হুদার মোহাম্মদ আলী ডালিম দীর্ঘশ্বাস ছেড়ে বলেছেন, আর কতোদিন চাকরির জন্য ঘুরতে হবে কে জানে!