স্টাফ রিপোর্টার: সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি ও সাবেক পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) একে খন্দকার (বীরউত্তম)। পাশাপাশি তিনি সংগঠনটির প্রাথমিক সদস্যপদ থেকেও নিজেকে প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় মহাসচিবের কাছে লেখা পদত্যাগপত্র ফোরামের ধানমন্ডি কার্যালয়ে পাঠিয়ে দেন তিনি। ফোরামের ভারপ্রাপ্ত মহাসচিব হারুন হাবীব পদত্যাগপত্রটি গ্রহণ করেন। পদত্যাগপত্রে একে খন্দকার বয়সের কারণে বর্তমানে উক্ত পদে থেকে ফোরামের সার্বিক দায়িত্ব পালন করা সম্ভব হয়ে উঠছে না বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, সম্প্রতি প্রথমা প্রকাশনী থেকে এ কে খন্দকারের মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক বই ‘১৯৭১: ভেতরে বাইরে’ প্রকাশিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ও স্বাধীনতার ঘোষণা নিয়ে কিছু মন্তব্যের কারণে বইটি নিয়ে তোলপাড় পড়ে যায়। বইটি নিষিদ্ধ করার দাবি উঠেছে খোদ জাতীয় সংসদেও। সেক্টর কমান্ডারস ফোরামের পক্ষ থেকে বিবৃতিতে তার বক্তব্য প্রত্যাহারের আহবান জানানো হয়। কিন্তু বইয়ে প্রকাশিত বক্তব্য প্রত্যাহার না করে পদত্যাগের ঘোষণা দিলেন সাবেক এই সেনা কর্মকর্তা।