শাশুড়ির বাধার মুখে স্বামীগৃহে ঠাঁই পেলেন না পুত্রবধূ

চুয়াডাঙ্গা ফার্মপাড়ায় পারিবারিক বিরোধের দৃশ্য দেখে হতবাক স্থানীয়রা

 

স্টাফ রিপোর্টার: শাশুড়ির সাথে দ্বন্দ্বে স্বামীগৃহে প্রবেশ করতে পারেননি পূত্রবধূ। প্রায় ৫ মাস পিতার বাড়ি অবস্থানের পর গতকাল স্বামীগৃহ চুয়াডাঙ্গা ফার্মপাড়ায় এসে সাবিনা প্রবেশ করতে না পেরে বাড়ির সামনেই অবস্থান নেন। এ সময় উত্তেজনা দানা বাধে। উৎসুক জনতার ভিড় জমে।

জানা গেছে, পোড়াদহ স্টাফ এলাকার জসিম উদ্দীনের মেয়ে সাবিনা খাতুনের সাথে আনুমানিক ৫ বছর আগে বিয়ে হয় চুয়াডাঙ্গা ফার্মপাড়ার আমিরুল ইসলামের ছেলে পাপ্পুর। বিয়ের পর দাম্পত্য শুরু হয়। পুত্রবধূর সাথে শাশুড়ি মেহেরুন নেছার বিরোধের একপর্যায়ে পিতার বাড়ি পাঠানো হয় সাবিনাকে। পিতার বাড়িতে অবস্থানের ৫ মাসের মাথায় গতকাল স্বামীর বাড়িতে এলে শাশুড়ি উগ্র আচরণই শুধু করেননি, তিনি মারমুখি হয়ে ওঠেন। ফলে পুত্রবধূ সাবিনা বেকায়দায় পড়েন। অসহায়ত্ব ফুটে ওঠে। তার পাশে দাঁড়ায় স্থানীয় জনতা। শেষ পর্যন্ত অবশ্য পুত্রবধূকে বাড়ি ঢুকতে না দিয়ে ছেলেকে বলেছে, দূরে বাসা ভাড়া করে থাকলে আপত্তি নেই। আমার কাছে আমি রাখবো না।