মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ার একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধারা। গতকাল মঙ্গলবার বিমানবিধ্বংসী অস্ত্র দিয়ে প্রথমবারের মতো তারা এ বিমান ভূপাতিত করলো। রাজধানী দামেস্কের ৪০০ কিলোমিটার উত্তরপূর্বে ইসলামিক স্টেটের ঘাঁটি রাক্কা শহরে বিমানটি ভূপাতিত হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গত সপ্তায় সিরিয়ায় আইএস’র বিরুদ্ধে বিমান হামলা চালানোর অনুমোদন দিয়েছেন। ওদিকে ইরাকেও আইএসকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা চলছে। সিরিয়ার বিমানবাহিনী রাক্কা এবং দির আল জোর প্রদেশে আইএস নিয়ন্ত্রিত অঞ্চলে প্রায় প্রতিদিনই বোমা হামলা চালাচ্ছে। জুনে আইএস জঙ্গিরা ইরাকের মসুল শহর দখলের পর থেকে এ বোমা হামলা চলছে।