মাথাভাঙ্গা মনিটর: নতুন পরিকল্পনায় ইরাকে বিমান হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত সপ্তায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আইএস র্নিমূলের ঘোষণার পর এই প্রথম সরাসরি জঙ্গিগোষ্ঠীটি লক্ষ্য করে বোমা হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে ও মাউন্ট সিঞ্জার শহরে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি বাহিনীর অবস্থান লক্ষ্য করে আকাশপথে সামরিক যুদ্ধ বিমান থেকে বোমা হামলা চালায় মার্কিনবাহিনী। এদিকে সোমবার প্যারিসে অনুষ্ঠিত আইএস নিয়ে আলোচনায় প্রতিবেশী দেশ ইরানকে আমন্ত্রণ না জানানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইরাক। প্যারিসে ৪০টি দেশ মার্কিন নেতৃত্বে আইএস জঙ্গিবাহিনীর অগ্রযাত্রা ঠেকানোর অভিযানে একমত হয়েছে। তবে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফরি ইরানকে আমন্ত্রণ না জানানোর জন্য পাশ্চাত্যের দেশগুলো দায়ী করেছেন। গত সোমবার ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে ইরাকিবাহিনীর সমর্থনে এবং আইএস জঙ্গিদের হামলা থেকে সরকারি বাহিনীকে সামাল দিতে মার্কিন যুক্তরাষ্ট্র আইএস জঙ্গিবাহিনীর ওপর সামরিক যুদ্ধবিমান থেকে হামলা চালিয়েছে। তবে হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।