শাহজালাল বিমানবন্দরে ১২ কেজি সোনা উদ্ধার

 

স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০০টি সোনার বার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস। যার ওজন প্রায় ১২ কেজি বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। গতকাল সোমবার সকাল ১০টার দিকে দুবাই থেকে আসা দুবাই এয়ারওয়েজ এর এফজেড-৫৮৩ ফ্লাইটে তল্লাশি চালিয়ে এ সোনার বারগুলো উদ্ধার করা হয়। বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার ফরিদ আল মামুন বলেন, আমাদের কাছে আগে থেকেই খবর ছিলো এই ফ্লাইটে একটি সোনার চালান আছে। সোনা চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিমানটিতে তল্লাশি চালানো হয়। এ সময় বিমানটির ২১ নম্বর সিটের নিচ থেকে ১১ কেজি সাড়ে সাতশ গ্রাম ওজনের ১০০টি সোনার বার উদ্ধার করা হয়। সোনার বারগুলো বাদামি রঙের স্কচটেপে মোড়ানো ছিলো। তবে সোনা উদ্ধার করা হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান।