আবারও সোনার দাম কমলো

 

স্টাফ রিপোর্টার: তিন সপ্তার ব্যবধানে আবারো সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। প্রতি ভরিতে দাম কমানো হয়েছে দেড় হাজার টাকা। নতুন ঘোষিত এ মূল্য আজ মঙ্গলবার থেকে কার্যকর করা হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট সোনা প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ৪৫ হাজার ৭২৩ টাকা, ২১ ক্যারেট ৪৩ হাজার ৬২৩ টাকা এবং ১৮ ক্যারেটের দাম হয়েছে ৩৬ হাজার ৯৭৫ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম কমে ২৫ হাজার ৭৮ টাকা ভরি হয়েছে। এর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম ১ হাজার ১৬৬ টাকা থেকে কমে এক হাজার ১০৮ টাকা করা হয়েছে।