মওদুদ-খন্দকারের দুটি বই নিয়ে বিতর্ক

স্টাফ রিপোর্টার: দুটি বই নিয়ে তুমুল বিতর্ক চলছে জাতীয় রাজনীতিতে। বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি প্রধান দু দল- আওয়ামী লীগ ও বিএনপি। তোপের মুখে পড়েছেন এ দু দলের সিনিয়র দু নেতা। প্রায় দু সপ্তার ব্যবধানে প্রকাশিত হয়েছে আলোচিত দুটি বই।

একটির সমালোচনা চলমান থাকতেই আরেকটির বিতর্ক শুরু। জাতীয় সংসদে সংবিধান সংশোধন বিল উত্থাপন, জাতীয় সম্প্রচার নীতিমালা নিয়ে আলোচনা-সমালোচনা চলাকালে এ বই দুটি পাঠকের হাতে পৌঁছে। একটি লিখেছেন কমান্ডারস ফোরামের সভাপতি একে খন্দকার। অপরটির লেখক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। কাকতালীয়ভাবে এ দু নেতার মধ্যে অদ্ভুত মিল পাওয়া যায়। দুজনেই দেশের দু প্রধান দলের সিনিয়র নেতা, দুজনের দুদলের সাবেক মন্ত্রী, দুজনই মুক্তিযোদ্ধা। একজন লিখেছেন ৪০ বছর আগের ঘটনা নিয়ে। আরেকজন লিখেছেন নিকট অতীত ওয়ান ইলেভেনের প্রেক্ষাপট নিয়ে। স্মৃতিচারণমূলক বই দুটি নিয়ে লেখকদ্বয় নিজ দল আদর্শ এবং মতের লোকের কাছেই হয়েছেন সমালোচিত। দলীয় লোকের দেয়া মামলায় ইতোমধ্যে আসামি হয়েছেন স্বাধীনতা যুদ্ধের সেকেন্ড-ইন কমান্ড একে খন্দকার। জাতীয় সংসদে তীব্র সমালোচনা করা হয়েছে এই বীর মুক্তিযোদ্ধাকে। অপরদিকে তীর্যক কটাক্ষ এবং নিন্দার মুখে পড়েছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ। এ প্রসঙ্গে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, বই প্রকাশ যেকোনো নাগরিকের মৌলিক এবং মত প্রকাশের অধিকার। এটা যাদের পছন্দ হবে না তারা সমালোচনা করতে পারেন। কিন্তু কারও কণ্ঠরোধ করতে পারে না। তিনি বলেন, প্রকাশিত বইয়ের অনেক বিষয়ে আমারও দ্বিমত আছে।