চুয়াডাঙ্গায় শিশুদের নিউমনিয়া রোগের প্রাদুর্ভাব : হাসপাতালে শিশু রোগীর ভিড়

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় শিশুদের মধ্যে নিউমনিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশু রোগীর উপচেপড়া ভিড় ছিলো। একদিনেই নিউমনিয়া আক্রান্ত ২৬ শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এ দিয়ে গতকাল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি শিশু রোগীর সংখ্যা ছিলো ৬৫। যার মধ্যে ৬০ শিশুই নিউমনিয়া আক্রান্ত।

নিউমনিয়া রোগী সংক্রামক নয়। এরপরও কেন এতো নিউমনিয়া? এ প্রশ্নের জবাব দিতে গিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুব হোসেন মিলন ও ডা. আসাদুজ্জামান খোকন অভিন্ন ভাষায় বলেছেন, হঠাত করে গরমের কারণেই এমনটি হচ্ছে। সোমবার হাসপাতালের বহির্বিভাগেও প্রায় ২শ শিশু রোগীকে চিকিৎসা দিতে হয়েছে। এর অধিকাংশই নিউমনিয়ায় আক্রান্ত।

শিশুদের ৬ মাস পর্যন্ত মায়ের দুধ খাওয়ানোর ওপর সর্বাধিক গুরুত্ব দিয়ে চিকিৎসকদ্বয় বলেছেন, শিশুদের প্রতি বাড়তি যত্মবান হতে হবে। কিছুতেই ঘামতে দেয়া ঠিক হবে না। ঘাম গায়ে বসানো যাবে না। শুষ্ক স্থানে শিশুদের রাখতে হবে। ঘেমে গেলে দ্রুত মুছে দিতে হবে। তেল চুপ চুপ করে তেনাতুনি খেতা দিয়ে শিশুদের ঢেকে রাখা বুদ্ধিমানের কাজ নয়।