স্টাফ রিপোর্টার: অটোরিকশা দেয়ার প্রতিশ্রুতিতে টাকা নিয়ে সটকে পড়া আবুল কাশেমকে না পেয়ে তার ভাই অটোচালক রফিক উদ্দীনকে ধরে মারপিটসহ অপহরণের অপচেস্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সন্ধ্যায় ডেকে নিয়ে রফিককে ঈদগাপাড়ায় ও কলনীর বটতলায় নিয়ে মারপিট করা হয়। পরে দশমাইলের দিকে নেয়ার সময় পুলিশের হস্তক্ষেপে তাকে ফিরিয়ে দেয়া হয়।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার আলী আহম্মেদের ছেলে রফিক বলেছেন, আমার বাই আবুল কাশেম বেশ কিছুদিন আগে ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ায় অটোর দোকান দেয়। আমিসহ নীলার মোড়ের শামীম, দশমাইলের মতিয়ার ও মুসলিমপাড়ার রাজু অটো কেনার জন্য ৬৭ হাজার টাকা করে তার কাছে দিই। ওই টাকা নিয়ে আবুল কাশেম কয়েক মাস ধরে নিরুদ্দেশ। আমিই যখন টাকা হারিয়ে হা হুতাশ করছি, তখন শামীম, মতিয়ার ও রাজুরা আমাকে ডেকে নিয়ে আমার ভাড়ায়চালিত অটো ঈদগাপাড়ায় নিয়ে আটকে দেয়। আমাকে মারধর করে। অপহরণ করে দশমাইলে নেয়ার চেস্টা করে। ভাগ্যিস পুলিশের সহযোগিতায় ফিরতে পেরেছি।