আহত করিমন চালকের প্রতি হাসপাতালে কর্তব্য অবহেলার অভিযোগ
স্টাফ রিপোর্টার: করিমন দুর্ঘটনায় মেহেরপুর আমঝুপির করিমনচালক সেলিম গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের ভালাইপুর মোড়ের অদূরে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। একই সময় দামুড়হুদা কলাবাড়ির মৃত তোফাজ্জেল হোসেনের স্ত্রী শাহানুর বেগমও গুরুতর জখম হন। এদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সেলিম আমঝুপির হায়দার আলীর ছেলে। তার ফুফাতো ভাই অভিযোগ তুলে বলেছেন, দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় সেলিমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। জরুরি বিভাগ থেকে কিছু ওষুধপথ্য কিনতে বলা হয়। তা কিনে দেয়ার পর ফেলে রাখা হয়। দীর্ঘসময় পর রাত ৮টার দিকে চিকিৎসক এসে দেখে পুনরায় ওষুধপথ্য বাইরে থেকে কিনতে বলেন। চিকিৎসা দিয়ে ভর্তি করান। একজন রোগীকে দিয়ে এভাবে ওষুধ কেনানো এবং দীর্ঘসময় ফেলে রাখাটা কি অনিয়ম নয়? অপরদিকে শাহানুর বেগমকে গতরাতে হাসপাতাল থেকে সরিয়ে নেয়া হয়েছে। কোথায় নেয়া হয়েছে তা অবশ্য নিশ্চিত করে জানা সম্ভব হয়নি।